২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, পূজা মণ্ডপগুলোতে এবার বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবে। হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন তাদের এই শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য যতদিন তাদের এই উৎসব থাকবে ততদিন বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপের পাহারায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু ভাইদের জন্য এই শারদীয় দুর্গাউৎসবে নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সাম্প্রদায়িক সম্প্রীতি এনে দিয়েছেন। আমরা বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একসাথে মিলেমিশে থাকি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে...