২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর-কবাই গ্রামে তরমুজ চাষে জমি লিজ না দিতে চাওয়ায় পরিকল্পিতভাবে সোহেল (৩৫) নামে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেধে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কবাই ইউনিয়নের কবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল খান ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের বাসিন্দা নুর ইসলাম হাওলাদারের ছেলে। নিহত সোহেলের সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যা ফাতিমা আক্তার জানান, তার পিতা একজন কৃষক। গত বছর তাদের কয়েক বিঘা জমি তরমুজ চাষের জন্য লিজ দেওয়া হয়েছিল, এ বছর সেই জমি তার পিতা নিজেই চাষ করেছেন। এ কারণে শত্রুতা জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভোর...