২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম মধ্যাহ্নভোজের আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে গেছেন বিএনপির একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি দুপুর দেড়টার দিকে রাষ্ট্রদূতের বাসভবনে পৌঁছায়। আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন— সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, এবং চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ফরিদপুরে আশ্বিনেই কুয়াশা—সকালে মৃদু...