বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা থাকলেও কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব গ্রেপ্তার হননি। এমনকি, জামিন না নিয়েও তিনি পুলিশে দায়িত্ব পালন করে চলেছেন জানিয়ে তাকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে গ্রেপ্তারের দাবি করেছেন ভুক্তভোগী নারী। তবে এএসপি নাজমুস সাকিব তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এএসপি নাজমুস সাকিবের বিচার দাবি করেন। ওই নারী ঢাকায় কর্মরত একজন সরকারি ব্যাংক কর্মকর্তা।আরো পড়ুন:শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগবরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, ‘‘২০২৩ সালের ১৯ জুন...