জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে হেনস্তা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউইয়র্কে এসে ঘাঁটি গেড়েছিলেন আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে ‘হারপিক মজুমদার’ নামে পরিচিতি পাওয়া নিঝুম মজুমদার। ঘনঘন ঠিকানাও বদল করতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিকে অজ্ঞাত স্থানে নিজের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মতবিনিময় করেছেন নিঝুম মজুমদার। সেখানে তত্ত্ববধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে কেবলমাত্র শেখ...