আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে ফেনীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আফছারুল আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। ব্যানারে লেখা ছিল ‘ওবায়দুল কাদের ও ফ্যাসিস্টদের প্রভাব খাটিয়ে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ’ লিখিত বক্তব্যে আফছারুল আলম জানান, ১৯৯১ সালে ৮ লাখ টাকার বিনিময়ে মধুপুর মৌজায় ৩৯.৫০ শতাংশ জমি কিনে রেজিস্ট্রি করেন। জমিটি তার নামে সাফ কবলা নম্বর ৭৫২৩ মূলে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে খতিয়ানভুক্ত ও জরিপে তার নামে সৃজিত হয়। বর্তমানে জমিটির খাজনাও ২০২৫-২০২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে। আফছারুলের অভিযোগ, সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহল তার কাছে চার কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেয়ায় প্রতিপক্ষ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং একাধিক...