আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির কাজ দ্রুত শেষ করতে চায় বিএনপি। এজন্য শরিক দলগুলোর কাছে ইতোমধ্যেই মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চেয়ে পাঠিয়েছে দলটি। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নেতাদের মতে, প্রার্থীতা নিয়ে অনিশ্চয়তা যত দ্রুত কেটে যাবে, শরিকরা তত দ্রুত মাঠে নামতে পারবে। বিএনপি এখন ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে। কোথাও কোথাও মৌখিকভাবে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেই তালিকা শরিকদের আসন ছাড়ার শর্তে পরিবর্তনও হতে পারে। আলোচনায় উঠে এসেছে, শরিকদের জন্য প্রায় ৫০-৬০ আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হলে তারা বড় শরিক হিসেবে অগ্রাধিকার পেতে পারে। কয়েকটি শরিক দল ইতোমধ্যেই মৌখিক নির্দেশনা পেয়েছে প্রার্থী...