শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কম-বেশি দেশের সব টিভি চ্যানেলেই থাকছে বিশেষ আয়োজন। তবে এরমধ্যে ছোটদের একমাত্র টিভি চ্যানেল দুরন্তর আয়োজন বরাবরের মতো এবারও বেশ ব্যতিক্রম। চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র মহসিনা আফরোজ জানান এবারের বিশেষ আয়োজনগুলোর বিস্তারিত। দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। পরিচালনায় পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশীসহ অনেকে।নাটকের গল্পে দেখা যাবে, ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে সফদার চৌধুরী ও শিশুরা একটি টিভি নাটক আয়োজনের পরিকল্পনা করে। সেই নাটক করতে গিয়ে ঘটতে থাকে নানান মজার ঘটনা। নাটকটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী),...