আগামী ২০২৬ সালে হজ পালনের জন্য সরকার তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হজযাত্রী প্রেরণের দিক থেকেও আমাদের অবস্থান চতুর্থ। গত বছর দেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করেছেন। ধর্মপ্রাণ মুসলমানদের কথা বিবেচনা করে আমরা ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার এই সময়ে উপনীত হয়েছি। হজ একটি দ্বি-রাষ্ট্রিক কার্যক্রম উল্লেখ করে খালিদ হোসেন বলেন, নীতি নির্ধারণী বিষয়ে সৌদি সরকারের ভূমিকাই প্রধান। ২০২৬ সালের হজের জন্য সৌদি...