ময়মনসিংহ ব্যুরো:ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের মালামাল বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে রফিকউল্লাহ রহমান (৩৫)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ১৮টি বসতঘর। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রফিকউল্লাহ রহমান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি জামিরদিয়া এলাকায় একটি কারখানায় চাকরি করতেন এবং পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা জানান, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি একটি করে সব ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা নিজ উদ্যোগে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও...