ভারতের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা- বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। তিনি এক সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বোর্ডের ৩৭তম সভাপতি হন ৪৫ বছর বয়সী মানহাস (পাঁচবার অন্তর্বর্তীকালীন নিয়োগপ্রাপ্তরা সামলেছেন কাজ)। সভাপতি পদের লড়াইয়ে একাই ছিলেন মানহাস। গত অগাস্টে ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি সরে দাঁড়ানোর পর থেকে এই পদ খালি ছিল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। সহ-সভাপতি হিসেবে কাজ করে যাবেন শুক্লা। একইভাবে বোর্ড সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন দেভাজিৎ সাইকিয়া। সাবেক ক্রিকেটারদের আরেকজন এসেছেন বোর্ডে। কর্নাটকা ও ভারতের সাবেক স্পিনার রাঘুরাম ভাট কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন। পরিবর্তন এসেছে পুরুষদের সিনিয়র জাতীয় দলের নির্বাচক প্যানেলে। শ্রীধরন শারাথ ও সুব্রত ব্যানার্জীর জায়গায় এসেছেন প্রজ্ঞান ওঝা ও...