ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে মব ভায়োলেন্স সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় মেরুদণ্ড শক্ত করে সুষ্ঠু ভোট আয়োজনের পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে গতানুগতিক নির্বাচনের পরিণতি নিয়ে সতর্ক করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্য চার কমিশনার, ইসি সচিব ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, যেকোনো সময় মব সৃষ্টির আশঙ্কায় কমিশনকে সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি জটিল করে তুলতে পারে। কমিশনকে সাহসী হয়ে এবং মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং উদ্যোগকে স্বাগত জানালেও এর বিতর্কিত...