আলুর স্টার্চ, পানি, হোয়াইট ভিনেগার, গ্লিসারিনের সংমিশ্রণে মুহূর্তেই তৈরি হচ্ছে পচনশীল পলিথিন; যা ব্যবহারের পর পানিতে ফেলে দিলে পচে ৫ দিনের মধ্যে মাছের খাবারে পরিণত হবে। সেই পলিথিন মাটিতে ফেলে দিলে ১৫ দিনে জৈবসারে রূপ নিবে; যা বর্তমান পরিবেশ ধ্বংসকারী পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। আলুর স্টার্চ থেকে এ পলিথিনের উদ্ভাবন করেন তিন তরুণ। তারা হলেন মাহাদী নূর আহমেদ, রিফাত মিয়া ও ওমর ফারুক। শনিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেমন কম্পিটিশন মেলায় এ উদ্ভাবনী প্রদর্শন করা হয়। সমাপনীতে মেলা পরিদর্শন করেন প্রধান অতিথি ময়মনসিংহ কারিগরি বিভাগের আঞ্চলিক পরিচালক সুলতানা রাজিয়া। তিনি বলেন, শিক্ষার্থীরা আলু স্টার্চ থেকে পচনশীল পলিথিন উৎপাদন করেছে; যা পরিবেশ সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমরা এটার স্থায়িত্ব, উৎপাদন খরচ...