পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্মচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে ,কোম্পানির কর্পোরেট পরিচালক ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেড কোম্পানির ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। অপরদিকে ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেডের প্রতিনিধি পরিচালক তানভীর এ. চৌধুরী কোম্পানির ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বর্তমান বাজার মূল্যে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৬০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১৬ কোটি ৫ লাখ...