স্পোর্টস ডেস্ক : জাকের আলী অনিককে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সৌম্য সরকারকে ফিরিয়ে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন। সৌম্য সরকার বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি মাতাচ্ছেন। এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।সৌম্য এনসিএল টি টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটেছে। রাজশাহীর বিপক্ষে ৬ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে ৪ চার ও ৩...