ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মিঠুন মানহাস। বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি হলেন ৪৫ বছর বয়সী মানহাস। ৭০ বছর পূর্ণ করা রজার বিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে দিল্লীর হয়ে খেলেছেন মিঠুন মানহাস। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটের পাশাপাশি আইপিএলে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মানহাসের। সব মিলিয়ে ২৭ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪৯টি ফিফটি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লীর রঞ্জি ট্রফি জয়েও ৯২১ রান করে অবদান রাখেন মানহাস। আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লী ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (বর্তমানে বিলুপ্ত) এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মানহাস। ভারতের তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের সভাপতি হলেন মানহাস। এর আগের বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ গাঙ্গুলী ও রজার বিনি। ৭০ বছর পূর্ণ হওয়ায় সভাপতির দায়িত্ব থেকে সরে...