ভেড়ামারায় প্রকাশ্য জুয়া খেলার অভিযোগে ১৮ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার রাত ১১টায় মো. জাকিরুল ইসলাম সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত), কোয়াটার মাষ্টার কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনের নেতৃত্বে দক্ষিণ রোলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ জনকে নগদ টাকা দিয়ে জুয়া খেলার সময় আটক করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনকে (বিজিবি) বিষয়টি অবহিত করলে, তার সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ১৮ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উপস্থিত বক্তব্য শোনেন এবং তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, “প্রকাশ্য জুয়া খেলার অপরাধে (প্রকাশ্য জুয়া...