মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহিদ হোসেন কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট গ্রামের মো. সাহেব আলীর ছেলে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জাহিদ হোসেন। পরে শনিবার সন্ধ্যায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন...