তবে কী কারণে এ অভিযান চলছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করেছি।” রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাজী সেলিম প্রথমবার ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। পরে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। চলতি বছরের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি।...