ময়মনসিংহের স্থানীয় বাজারগুলোতে হরহামেশাই পাওয়া যাচ্ছে রাক্ষুসে মাছ ‘সাকার ফিশ’। ক্রেতা চাহিদা থাকায় মাছটি বিক্রিও হচ্ছে দেদারসে। এতে বিক্রেতারা যেমন উৎসাহিত হচ্ছেন, তেমনই বাড়ছে মাছটির সরবরাহও। এই পরিস্থিতিতে মাছটির অবাধ বিক্রি এবং এর বংশবৃদ্ধি মৎস্য চাষিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করছেন মৎস্য বিজ্ঞানীরাও। ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে প্রায়ই এই ‘সাকার ফিশ’ দেখা যাচ্ছে। মাছ ব্যবসায়ীরা জানান, পাইকারি মাছের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে এই মাছগুলো চলে আসছে। বাজারে অনেকে এটিকে ঔষধি গুণসম্পন্ন মনে করে অথবা অ্যাকুয়ারিয়ামের জন্য ৫০ টাকা পিস দরে কিনে নিচ্ছেন। ফলে বিক্রেতারাও এটি বিক্রিতে উৎসাহ পাচ্ছেন। স্থানীয় মাছ ব্যবসায়ী আজিজুল হক জাগো নিউজকে বলেন, সম্প্রতি মাঝে মধ্যেই পাইকাররা অন্যান্য মাছের সঙ্গে সাকার ফিশও পাচ্ছেন। পাইকারিভাবে বিভিন্ন মাছ কেনার সময় এই মাছ আমাদের কাছে চলে আসছে। মাছটি অনেকে...