ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে রাস্তায় নামে হাজারো নিউ ইয়র্কবাসী। গত শুক্রবার জাতিসংঘ ভবনের কাছে টাইমস স্কয়ারের সামনে বিক্ষোভ করেন তারা। আল জাজিরা,রয়টার্স:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে রাস্তায় নামে হাজারো নিউ ইয়র্কবাসী। গত শুক্রবার জাতিসংঘ ভবনের কাছে টাইমস স্কয়ারের সামনে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) চতুর্থ দিনের সাধারণ বিতর্ক চলাকালে নেতানিয়াহু বক্তব্য শুরু করলে বহু প্রতিনিধি হল ছেড়ে বেরিয়ে যান। একই সময়ে হেগ গ্রুপের বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা করেন। প্রায় দুই বছর ধরে গাজায় চলা হামলার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের প্রতিবাদে অংশ নেওয়া আল-শরিফ নাসেফ বলেন, নেতানিয়াহু এখানে এসেছেন, অথচ দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে তাকে জবাবদিহি করা উচিত ছিল।...