এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতা আল আমিন, আমদ আলী, আমিরুল ইসলাম ও আব্দুল কুদ্দস বলেন, সেতুটি নির্মাণের শুরু থেকে ব্যাপক অনিয়ম হয়েছে। ঠিকাদারকে একাধিকবার সিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ করতে বলা হলেও তিনি তা করেননি। তিনি বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে ও শাহজাদপুর উপজেলা পিআইও অফিসের দুনীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ব্যাপক অনিয়ম করেছেন। আমরা এ বিষয়ে কিছু বললে আমাদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। ফলে আমরা এর প্রতিবাদ করেও কোনো সুফল পাইনি। তারা আরও বলেন, পানির মধ্যে পাইলিং করা হয়েছে। ৫০ ফুট পাইলিংয়ের স্থানে ২০ ফুট পাইলিংও করা হয়নি। সিসি সংযোগ সড়ক নির্মাণেও ব্যাপক অনিয়ম হয়েছে। পুরাতন ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। মেইল বালুর ব্যবহারের স্থলে লোকাল বালু ব্যবহার করা হয়েছে। নিম্নমানের বাল, খোয়া ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে।...