নির্বিঘ্ন পূজা উদযাপনে সহায়তা করা সবার দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের সব মানুষের সমঅধিকার ভোগে রাষ্ট্রীয় কোনো বাধা নেই। কিন্তু ব্যক্তিস্বার্থে যারা ধর্মীয় উস্কানি দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করবে জনগণ তাদের প্রতিহত করতে সদা প্রস্তুত বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ডে অবস্থিত ৭১টি মণ্ডপে নগদ অর্থ সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের উপস্থিতিতে প্রতিটি মণ্ডপের দায়িত্বশীল নেতাদের হাতে এই অর্থ সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় আসলাম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজায় সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত এবং বেগবান রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্প্রীতির বাংলাদেশে সবার ধর্মীয় অনুভূতির প্রতি...