তামিলনাড়ুর কারুরে অনুষ্ঠিত জনসভায় হতাহতের ঘটনায় অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী বছরের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৭ সেপ্টেম্বর) জনসভা করে রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। মর্মান্তিকভাবে সেদিন সভাস্থলে পদদলিত হয়ে নিহত হন ৩৯ জন। যেখানে ১৭ জন নারী ও ৯টি শিশুও রয়েছে। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে ৫০ জনের বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় টিভিকে’র সভাপতি থালাপাতি বিজয় ও সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও...