২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের আলো বহনকারী। ইসলামি শিক্ষা মানুষের অন্তরে নৈতিকতা ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করে। ধর্মীয় জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য। মাদ্রাসায় শিক্ষিত নারীরা আদর্শ মা হয়ে আগামী প্রজন্ম গঠনে ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।” রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দক্ষিণ সুরমার ইলাইগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসায় কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাইয়ুম চৌধুরী। আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করা উচিত। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা...