দিনাজপুরের বিরলে পুকুরে ডুবে দুই শিশু এবং নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত দুই শিশু বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) এবং আফজাল হোসেনের মেয়ে মিম আখতার (১২)। অপরদিকে পুনর্ভবা নদীতে ডুবে মারা যায় ফারাক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে ছামিউল ইসলাম (২)। মুরাদপুরের স্থানীয়রা জানান, দুপুরে ইসরাত জাহান এবং মিম আখতারসহ চারজন গ্রামের পুকুরে গোসল করতে নামে। এ সময় ইসরাত এবং মিম পানিতে ডুবে যায়। পরে গ্রামবাসী খবর পেয়ে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অপরদিকে দহগ্রামে বাড়ির পাশে নদীর ধারে...