ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে জোটের পুলিশ সংস্থা ইউরোপোলের বাজেট ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটি জানিয়েছে, ইউরোপে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলো ভেঙে দিতে ইউরোপোলের জন্য আরও বেশি পরিমাণ অর্থ, জনবল ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার অধীনে, ইউরোপোল অতিরিক্ত ৫০ জন কর্মী ও অতিরিক্ত পাঁচ কোটি ইউরো অর্থ পাবে। এর মধ্যে দুই কোটি ইউরো ব্যবহার করা হবে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ ও মুখের অবয়ব সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়ার উন্নতিতে। ইইউয়ের নির্বাহী সংস্থা জানিয়েছে, সদস্য দেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্টের আলোচকেরা ইউরোপোলের অ্যান্টি-স্মাগলিং সেন্টারের (ইএমএসসি) সম্প্রসারণে একমত হয়েছেন। এই কেন্দ্র এখন থেকে ইইউয়ের বিচার সংস্থা ইউরোজাস্ট ও ইইউয়ের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করবে। ইউরোপোলকে শক্তিশালী করার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকেও তথ্য ভাগাভাগি করতে...