ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষকে প্রকাশিত হলো বর্তমান সময়ের সংগীতশিল্পী পিজিত মহাজনের নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। গানটির কথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল। সুর-সংগীতায়োজন, সংগীত নির্দেশনা এবং ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। প্রোডাকশন করেছে পি এম রেকর্ডস। সংগীতায়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন, মেন্ডোলিন বাজিয়েছেন পাবেল এবং দৃশ্যধারণ করেছেন রাহুল।আরো পড়ুন:প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজবেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে, দুর্ভোগে হাজারো মানুষ বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে, দুর্ভোগে হাজারো মানুষ গানটির বিশেষত্ব সম্পর্কে পিজিত মহাজন বলেন, “পূজা আসলে নতুন গান ছাড়া কি পূজো জমে! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনো সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক।...