টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দিবে তথ্য অধিকার" এই স্লোগানকে সামনে রেখেই টাঙ্গাইল মধুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। রোববার সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। এবারের প্রতিপ্রাদ্য ছিল "ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগ্যতা নিশ্চিত করণ"। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্তরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন— সনাকের সভাপতি বজলুর রশিদ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, টিআইবি আঞ্চলিক এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, সমাজসেবা...