কক্সবাজারের রামুতে থুই নু মং মারমা (২২) নামে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থুই নু মং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।আরো পড়ুন:জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনরসিংদীতে যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘‘সকালে পূজার্থীরা বৌদ্ধ বিহারে প্রার্থনা করতে গিয়ে ভিক্ষুর শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে সিলিংয়ের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে...