গত ১৭ সেপ্টেম্বর, ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ফরিদপুরে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয় বরং এটি ২০২২ সালের পুরোনো ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যমুনা টিভির লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে “বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যর প্রতিবাদে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল” শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২২ সালের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দেশব্যাপী বিএনপি-জামায়তের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলীপুর...