শারদীয় দুর্গাপূজায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। গতকাল শনিবার বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুঁটকিকালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারকাজ শুরু করা হয়। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হয়। জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। স্থানীয়রা জানায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গাপূজা উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে...