স্থানীয়রা বলছেন, নরসিংদী শিল্পসমৃদ্ধির শহর হলেও যোগাযোগ ব্যবস্থা এখন আতঙ্কের নাম। পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও তাদের উদাসীনতায় ভুক্তভোগীদের ক্ষোভ বাড়ছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭২ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নরসিংদী পৌরসভা ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা পায়। তবে বাস্তবে সেই মর্যাদা ফুটে ওঠেনি শহরের রাস্তাঘাটে। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার ভেতরের রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব রাস্তায় প্রতিদিন অটোরিকশা উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। দুর্ঘটনা আর যানজটে অতিষ্ঠ পৌরবাসী বলছেন, এখন রাস্তায় নামলেই আতঙ্ক কাজ করে। শাহেপ্রতাব থেকে খাটেহারা, হেমেন্দ্র সাহার মোড়, বাজির মোড় হয়ে স্টেশন রোড, শাপলা চত্বর মডেল থানা রোড, মালাকার মোড় থেকে ডিসি রোড, ঘোড়াদিয়া, চিনিশপুর, বৌয়াপুর, বাইপাস বেরিবাধ, বাসাইল ও রেজিস্ট্রি অফিস রোড সবকটির অবস্থাই এতটাই নাজুক যে, সড়কগুলো এখন কার্যত...