তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় মধ্যে রয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বলছেন। তবু এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার চিন্তা করছি। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা : রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করছে, তাদের কাজ করার ক্ষেত্রে ওনারা কীভাবে সহযোগিতা করতে পারেন। অবস্টাকল তৈরি না করে আমাদের কাজগুলো করতে দেবেন। মাহফুজ আলম বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা...