বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে স্ত্রী কৈতুরী হত্যার অভিযোগে স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারিবারিক সূত্র জানায়, কৈতুরী ও হানিফ দুজনেই গারমেন্টসে চাকরির সুবাদে পরিচিত হন এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি সত্ত্বেও কৈতুরীর আবদারে দুই পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়। বিয়ের প্রথম বছর সুখের সংসার কাটলেও, কন্যা সন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। টাকার প্রয়োজনে হানিফ কৈতুরীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। পরিবার থেকে তা না পাওয়ায় শুরু হয় শারীরিক নির্যাতন। প্রায় প্রতিদিনই কৈতুরীকে মারধর করতেন হানিফ। প্রতিবেশীরা একাধিকবার বাধা দিলেও তিনি কারও কথা শোনেননি। ভাঙন এড়াতে কৈতুরী বাবা-মায়ের কাছে কিছু জানাতেন না। এরপর ১১ সেপ্টেম্বর ফের নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরী। এক...