প্রযুক্তি কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ফটো লাইব্রেরির অগোছালো জট ছেঁকে বের করার জন্য উইন্ডোজ ১১-এর ইনসাইডার ব্যবহারকারীদের জন্য কোপাইলট প্লাস পিসিতে তারা ফটোস অ্যাপের নতুন সংস্করণ পরীক্ষা করছে। প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, এই আপডেটে যুক্ত হয়েছে একটি এআই-চালিত ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ধরনের ছবি আলাদা ফোল্ডারে সাজিয়ে দেবে। মাইক্রোসফট বলছে, এই নতুন এআই ফিচার রসিদ, স্ক্রিনশট, পরিচয়পত্র এবং হাতে লেখা নোট শনাক্ত করে আলাদা ফোল্ডারে স্থানান্তর করতে পারে। ব্যবহারকারীকে কোনো কাজই করতে হবে না, ফটোস অ্যাপ নিজেই ছবির কনটেন্ট বিশ্লেষণ করে সেগুলো শ্রেণিবদ্ধ করবে। অ্যাপটি শুধু ইংরেজি নয় অন্য ভাষার টেক্সটও বুঝতে পারে। অর্থাৎ, একটি হাঙ্গেরিয়ান পাসপোর্টের ছবি যদি লাইব্রেরিতে থাকে তবে সেটিও স্বয়ংক্রিয়ভাবে পরিচয়পত্র ফোল্ডারে চলে যাবে। ফটোস অ্যাপ ছবিগুলো সাজানোর পর ব্যবহারকারীরা নতুন তৈরি হওয়া ফোল্ডারগুলো দেখতে পাবেন বাম...