সিলেটে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে ২৬ বলে ৪৯ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন খুলনার এনামুল হক বিজয়। ঢাকা মেট্রোর বিপক্ষে তারা ম্যাচ জিতেছে ২২ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিজয় বলেছেন ক্রিকেট নিয়ে নানা কথা। কিন্তু জাতীয় দলে ডাক পেয়েও নৈপুণ্যের অভাবে ঝড়ে পড়ার বিষয়ে প্রশ্ন এলে দেন দারুণ কিছু উত্তর। টেস্ট সিরিজে খারাপ করে বাদ পড়া নিয়ে বিজয় বলেন, ‘দেখা গেছে ওয়ানডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি ১১০০ রান করেছি। এমনও তো হতে পারে। ধরুন প্রিমিয়ার লিগে ৯০০ রান করে আমি টেস্টে গেলাম। সেখানে খারাপ খেললাম। পরের ওয়ানডে সিরিজে আমি নাই।’ যোগ করেন, ‘২০১৬ সালের পর থেকে আমি কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে এক মাসও ছিলাম না যে সেই ট্রেনিং পিরিয়ডটা পাব, বড় বড় কোচদের অধীনে প্র্যাকটিসের সুযোগটা পাব।...