ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তাদের জন্য বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভুল বোঝাবুঝি হচ্ছে। গ্রাহকদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও বিভ্রান্ত হয়েছেন। অবশ্য রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ পরীক্ষার বৈধতা ও প্রক্রিয়া নিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইসলামী ব্যাংক তাদের কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়। তবে কয়েকজন কর্মকর্তা এ পরীক্ষার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করলে আদালত বাংলাদেশ ব্যাংককে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। পরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) রায়ের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ও রিটকারীদের অবহিত করে।’’ ‘‘বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান। তাই কর্মকর্তাদের চাকরি, কর্মদক্ষতা ও কর্মসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার...