নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আত্রাই উপজেলা বাসি। মো.আব্দুল রশীদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে।সেই সাথে একই কর্মস্থলে দীর্ঘ ৫ বছরের অধিক সময়ে অবস্থান স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রানা,হাফেজ আক্তারুজ্জামান, মো.রায়হান,আবু শাহীন,আক্তার হোসন প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার...