জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক দলটির কোন অংশের হাতে থাকবে, তা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জাপার জি এম কাদের অংশের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এর আগে রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, সম্প্রতি দল থেকে বহিষ্কৃত কয়েকজন জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়। রেজাউল...