লিটন কুমার দাসের মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আরও। এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে বাইরে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক। তার বদলে এই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলি। লিটনের জায়গায় স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের দল থেকে আফগানদের বিপক্ষে পরিবর্তন এই একটিই। সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি লিটন। সেটিই তাকে বাইরে রাখছে আরও একটি সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ শেষে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। সেই সিরিজে লিটন খেলতে পারবেন কি না, তা জানা যাবে পরে। দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআরআই স্ক্যান করিয়ে লিটনের অ্যাবডমিনাল পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনবার্সন চলবে ও তার অগ্রগতি পর্যবেক্ষণ করা...