দুর্গোৎসব উপলক্ষে এ বছর টানা চারদিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। বুধবার (১ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমীর দিন সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১-৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা। এদিকে এ বছর শেষ হতে এখনো বাকি তিনমাস দুই দিন। এই সময়ে আরও বেশ কয়েকটি ছুটি অবশিষ্ট রয়েছে চাকরিজীবীদের। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি রয়েছে, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর)। উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে...