রিকশা শ্রমিকদের দাবি, চালকদের লাইসেন্স প্রদান না করে অনিয়মের মাধ্যমে মালিকদের লাইসেন্স প্রদান করা হয়েছে। দেড়শো বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় চাহিদার চেয়ে অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা পৌরবাসীর এখন গলার কাঁটা। শহরের প্রধান সড়কে যানজটের প্রধান কারণ এই ব্যাটারিচালিত অটোরিকশা। বিগত সরকারের সময় ২০২০-২১ অর্থবছরে তিন হাজার ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এসব লাইসেন্স প্রদানে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি জাগো নিউজের তথ্য অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে পাওয়া যায় এই অটোরিকশার লাইসেন্স প্রাপ্তদের তালিকা। তালিকা অনুযায়ী কেউ পেয়েছেন অর্ধশতাধিক লাইসেন্স, আবার রিকশার প্রকৃত মালিক হয়েও কেউ পাননি একটি লাইসেন্স। অধিকাংশ লাইসেন্সই পেয়েছে হাতেগোনা কয়েকটি পরিবার। এরমধ্যে পশ্চিম মেড্ডায় ৪২৯, ৪৩১ ও ৪৩৩নং হোল্ডিংয়ের সেন ও দত্ত পরিবারকে দেওয়া হয়েছে শতাধিক লাইসেন্স, উত্তর পৈরতলার শফিকুর রহমান হুসেনের পরিবার পেয়েছে...