বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী। দৈনিক ভর্তির এ সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে ২১ সেপ্টেম্বর ৭৪০ জন রোগী ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন আক্রান্তদের যোগে এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯২। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। বয়স যথাক্রমে ৫৫, ৬৫, ৪৫ এবং ৫৫ বছর। তারা চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫৭৫ জন, যা...