পুলিশের বরাতে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত আটক হওয়া ব্যক্তিদের ৭৩ শতাংশ জামিন পাওয়ার যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রোববার এক বিবৃতিতে তিনি এমনটি জানান। আতাউর রহমান বলেন, যাদেরকে আটক করা হয়েছে তারা যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধী না হয় তাহলে তাদেরকে আটক করা হলো কেন? আর যদি ফ্যাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে তাদের জামিন পাওয়ার বিষয়টি আশংকাজনক। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী পুরো বলয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং ফ্যাসিস্টের পক্ষে রাজপথে অবস্থান জোরালো হবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের বিচার নিয়ে আমাদের উৎকণ্ঠা বারংবার জানিয়ে আসছি। এর গতি ও বিস্তৃতির সীমা নিয়ে আপত্তি জানিয়ে আসছি। এখন যা দেখা যাচ্ছে...