২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের ১৯০ জন শান্তিরক্ষীকে প্রতিস্থাপন করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি শান্তিরক্ষীদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং রোগ বিস্তার রোধে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের নির্ধারিত সব...