বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হলের কক্ষে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।একই অভিযোগে ৮ শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য, একজনকে তিন সেমিস্টারের জন্য, ১১ জনকে দুই সেমিস্টারের জন্য এবং ১৫ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ৮ শিক্ষার্থীকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।প্রক্টর মোখলেসুর রহমান বলেন, সিন্ডিকেটের ২৩৭তম সভায় কর্তৃপক্ষ বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। সাময়িক শাস্তি পাওয়া শিক্ষার্থীদেরকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এটা উল্লেখ করে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।জানা যায়, গত বৃহস্পতিবার সিন্ডিকেটের ওই সভা হয়। এতে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলার...