নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য নেওয়া বিশেষ মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। বক্তব্যে বলা হয়, ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। এই পরীক্ষার বিরুদ্ধে কয়েকজন কর্মকর্তা হাইকোর্টে রিট দায়ের করলে, আদালত বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) এর কাছে নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক উভয়পক্ষকে বিষয়টি নিষ্পত্তির বিষয়ে অবহিত করে। ইসলামী ব্যাংক উল্লেখ করে, ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মদক্ষতা দেশের প্রযোজ্য আইন, বিধি-বিধান ও নিয়োগ শর্তাবলীর আওতায় পরিচালিত হয়। তাই বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নেয়া এবং নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ব্যাংকের নিজস্ব এখতিয়ারভুক্ত। গত ২৭ সেপ্টেম্বর ২০২৫, ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস...