জাকার্তার সিলিউং নদীতে প্লাস্টিকের বোতলসহ ফেলে দেওয়া নানা জিনিস দিয়ে বানানো হয়েছে নানা আকৃতির ভেলা। কোনোটির আকৃতি সাপ, কোনটি শামুক আবার কোনটি অক্টোপাসের মতো। এ ছাড়া বিভিন্ন যানবাহনের আদলেও তৈরি করা হয়েছে ভেলা। নদীর পাড়ে বসে ছোট-বড় সব বয়সী মানুষই মুগ্ধ হয়ে দেখছে ভেলা উৎসব। স্থানীয় সময় রোববার সকালে ‘ফেস্টিভ্যাল সিলুং’ বা ‘লাভ দ্য এনভায়রনমেন্ট ফেস্টিভ্যাল’ নামের এই উৎসবের মূল লক্ষ্য ছিল– সাধারণ মানুষকে নদী দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। উৎসবে ছিল নানা স্টলও। এসব স্টলে প্রদর্শিত হয় স্থানীয় বিভিন্ন পণ্য, আর দেওয়া হয় পরিবেশ পরিচ্ছন্নতার শিক্ষা। জাকার্তা পরিবেশ দপ্তরের প্রধান আসেপ কুসওয়ান্তো বলেন, ‘এটি কেবল বিনোদনের জন্য নয়, বরং মানুষকে অনুপ্রাণিত করার একটি উদ্যোগ। যাতে তারা আবর্জনাকে কাজে লাগায়, প্রক্রিয়াজাত করে এবং পরিবেশের ক্ষতির ঝুঁকি কমায়। আজকের কার্যক্রমের মাধ্যমে...