ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সরকারি তথ্য সরকারের তথ্য নয়। সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়। এসব সরকারি তথ্য হলো জনগণের। এবং জনগণের অধিকার রয়েছে এসব তথ্য জানার। দায়িত্বে আসার এক বছরেরও বেশি সময় চলে যাবার পরেও তথ্য কমিশন গঠন না করার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তথ্য অধিকার আইনের সংস্কার জরুরি।’ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আজ রোববার এক সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফেরাম। তাতে এই মন্তব্য করেন টিআইবি প্রধান। এত আরও উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকেরা। এক সাংবাদিক জানান, পেশাগত কারণে তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ৭০০টি। এর মধ্যে তথ্য তথ্য পেয়েছেন ৫৫০টি। বাকিগুলোর বিষয় ঝুলে আছে কমিশনে। এই...